ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
তাকিয়ে দেখ সকালটা আজ
নতুন ভোরে আঁকা-
রাত্রি শেষের সবুজ পাতায়
মন মেলেছে পাখা।
গিটার হাতে বাঁধছি তোমায়
নতুন কোন সুরে,
আমার বাঁধন ছিঁড়ে আমি
যাচ্ছি বহুদূরে!
হয়ত আমি ফিরব না আর
তোমার গাওয়া গানে-
আমায় তুমি আর খুঁজো না
তোমার মনের টানে।
এখন আমি সবই বুঝি
শুধু তোমায় ছাড়া,
তাই তো এখন একাই গুনি
এক আকাশের তারা।
স্বপ্নগুলো যায় হারিয়ে
জানি না কোনখানে?
আমায় তুমি আর খুঁজো না
তোমার মনের টানে।
এখন আমিই আপন আমার
আর তো সবই পর,
নিজের মাঝেই লুকিয়ে রাখি
কালবোশেখী ঝড়।
এখন আমি একাই হারাই
আমার গাওয়া গানে,
আমায় তুমি আর খুঁজো না
তোমার মনের টানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।