আমাদের কথা খুঁজে নিন

   

করপোরেট আগ্রাসন আর কাকে বলে?

একদিন-প্রতিদিন

করপোরেট আগ্রাসনের একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। এবারের বর্ষা বরণ উৎসব। চারুকলার বকুলতলায় বর্ষাবরণ উৎসব আয়োজন করেছিল উদীচী মহানগর শাখা। আশা করা যাচ্ছে পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, বসন্ত উৎসব, পৌষমেলার মতো বর্ষা উৎসবও ঢাকা নগরীর বছরের একটি প্রাণের উৎসবে রূপ নেবে। বাঙালির আবহমান সংস্কৃতির অসাম্প্রদায়িক এ সব উৎসবের প্রসার সবারই কাম্য।

কিন্তু আজ যা দেখলাম তাতে শংকিত না হয়ে পারলাম না। বর্ষা উৎসবের ঘোষণা দেয়ার জন্য ১২ জুনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল তাতে বলা হয়েছিল মোবাইল কোম্পানি বাংলা লিংক এ উৎসবের স্পন্সর করলেও তারা কোন আগ্রাসী মনোভাব দেখাবে না। কিন্তু বাস্তবে ঘটলো তার ঠিক উল্টোটা। তোরণ থেকে শুরু করে উৎসব প্রাঙ্গণে যে প্লাকার্ড লাগানো হয়েছে সবগুলোতেই বাংলালিংকের লোগো। কোথাও আয়োজক হিসেবে উদীচীর নাম নেই।

এমনকি মঞ্চেও নেই। যেন বাংলালিংকই আয়োজন করেছে। শরম ঢাকার জন্য কিনা, নাকি অস্তিত্ব রক্ষার তাগিদে কাপড়ের টুকরো কেটে উদীচীর নাম পিন দিয়ে লাগানো হলো শেষে। একেই কি বলে করপোরেট আগ্রাসন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.