....
তখন বিকালের একটু পর পর... সন্ধ্যা হতে চলেছে। আকাশের সব রোদগুলো নিভে যাচ্ছে আস্তে আস্তে......
ছেলেটা অন্যমনস্কভাবে তাকিয়ে আছে কিছুদূরের একটা কাকের দিকে। চারিদিকে কত হইচই,চেচামেচি..সে যেন কিছুই শুনতে পাচ্ছেনা। সবকিছুকে একদম চুপ মনে হচ্ছে!
পাশে বসা মেয়েটা তখন থেকেই তাকিয়ে আছে উদভ্রান্ত ঐ ছেলেটার দিকে.......
-"জানো শান্তা... মাঝে মাঝে আমার খুব একলা একলা লাগে। নিজেকে খুব অসহায় মনে হয়।
বেঁচে থাকাটা আমার কাছে আস্তে আস্তে কঠিন হয়ে পরছে........কোনো কিছুই ইচ্ছে করছেনা..হোপলেস হয়ে মানুষ কিভাবে বাঁচে.....আমি নিজেকে খুঁজে পাচ্ছিনা আর..."
শান্তা ছোট্ট করে একটু হাসলো...সোহান খাপছাড়া আরও কিছু বলে যেত...কিন্তু শান্তার হাসি দেখে সে থতমতভাবে থেমে গেলো....
-"গাধা কোথাকার! শুনেন... উমম...কেউ মরে যাওয়ার মানে তো এই না যে সে বেঁচে নাই..আবার কেউ বেঁচে আছে....এটার মানে এইনা যে সে মরে যায়নি। আমি জানি তুমি অনিক কর্কশ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছো...কিন্তু তুমি একটা জিনিস নিয়েই পরে থাকো...এইটা তোমার সবচেয়ে বড় প্রবলেম...."
-"কিন্তু...না মানে....."
-"চুপ থাকো!! কথা শেষ করতে দাও। মানলাম এখন তোমাকে সবাই লুজার ভাবছে। কিন্তু দ্যাট ডাজন্ট মীন এনিথিং....তুমি নিজেকে কি ভাবছো সেটাই হলো মূল ব্যপার.....তুমি কি তোমাকে লুজার ভাবো?এ ড্যাম লুজার??"
-"না....কিন্তু চারপাশকে আমার লুজিং মনে হয় খুব মাঝে মাঝে...খুব খুব খুব রুড আর কঠিন মনে হয়..."
-"আরে বাবা...সবকিছু তো অত কঠিন না...তুমি জটিল ভাবে দেখলে জটিল সহজ করে দেখলে সহজ! একবার ভাবোতো...এখানে কি তোমার হারানোর কিছু আছে?? অবশ্যই নাই...সবকিছু তো আর তোমার আব্বুর প্রপার্টি ছিলোনা!হি হি হি হি...আর তুমি নিশ্চই কারো আ্যচিভমেন্ট এ জেলাস না...তুমি যা চাইছো সেটা তো নিজের জন্যই তাইনা...নিজে থেকেই চেয়েছো...ইচ্ছেটা তো শুধুই তোমার..
সো...অসম্ভব কিছু চাওয়ার ও দরকার ও নাই..আবার যেটা চাচ্ছো সেটাকে প্রথমেই অসম্ভব ভেবে চুপ করে গাধার মত বসে থাকার ও দরকার নাই!! ঠিকাছে?....আর অযথা স্বার্থপর সাজার চেষ্টা করোনা.. ....আর.....মেয়েটাকে ভুলে যাও। "
সোহান মাথা নিচু করে চুপ করে বসে ছিলো...শান্তার কথা শেষ..তখনও কিছুই বললনা...কি একটা বলতে গিয়ে থেমে গেল।
শান্তা বুঝতে পারলো যে গাধাটা হ্যাং হয়ে গেসে...শেষমেষ বললো..
-"এত্ত ভাবনা বাদ দ্যান তো! ...চলো কোথাও বসি.. আমি সেভেন আপ খাবো! আর হ্যা....নাহ ...আজকে না.."
-"না বলোও"
কিন্তু ততক্ষনে শান্তা উঠে পরেছে...শুধু বললো,"টেম্পটেইশান!"
গাধাটা কি বুঝলো কে জানে.... সেও উঠে পরলো...
শেষকথা:
... এখানে ফিকশান এর মাঝে বেশ কিছু ফ্যাক্ট আছে! তাই সেকেন্ড হ্যান্ড...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।