আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুমূর্ষ রোগীকে বাচাতে এগিয়ে আসুন।

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

একজন মুমূর্ষ রোগীকে বাচাতে এগিয়ে আসুন। সকল দেশবাসীর কাছে এই আকুল আবেদন। এই রোগীকে বাচাতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানাচ্ছি আমি। সবাই এগিয়ে না আসলে একে বাচানো অসম্ভব। এক ভদ্রলোক এক পত্রিকার সম্পাদকের কাছে গেলেন তার সাহায্যের আর্তিটি কাগজে ছাপানোর জন্য।

সম্পাদক জানতে চাইলেন কি ধরনের সাহায্য চাই, অর্থ না রক্ত। ভদ্রলোক উত্তর দিলেন, "একে বাচাতে হলে সবাইকে সবধরনের সাহায্য নিয়ে এগিয়ে আসত হবে। " সম্পাদক জানতে চাইলেন সেকি আপনার আত্মীয় হয়? হ্যা, পরম আত্মীয়। লোকটি উত্তর দিল। "বয়স কত?" সম্পাদক প্রশ্ন করলেন।

"৩৭ বছরের মত। " "কতদিন ধরে অসুখ করেছে। " সম্পাদক আবার প্রশ্ন করলেন। "জন্মের পর থেকেই" "এতদিন চিকিৎসা করাননি কেন?" "রোগটা যে জন্মের পর পরই দানা বাধতে শুরু করেছে তা আমরা টের পায়নি। আর যারা টের পেয়েছিল তারা ভেবেছিল এমনিতেই সেরে যাবে, আর অনেকে একে আত্মীয় বলে কখনো ভাবেইনি।

" "রোগের শুরুতেই চিকিৎসা করলে আপনাকে শেষ মুহূর্তে আসতে হতনা। " সম্পাদক বললেন। "ঠিক বলেছেন, বড় ভুল হয়ে গেছে। শুরুতেই রোগটিকে নির্মুল করা উচিৎ ছিল। কিন্তু সবাই কিছুটা ঔদাসিন্য দেখিয়েছে, তারই মাশুল দিতে হচ্ছে আমাদেরকে এখন।

" লোকটি হতাশ হয়ে বলল। "আর ওর অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে বলেই এখন এই আকুল আর্তি নিয়ে আসা। " লোকটি যোগ করল। "কি অসুখ করেছে। " সম্পাদক এবার অসুখের কথা জানতে চাইলেন।

"ক্যান্সার হয়েছে। " "কোথায়" "শরীরের সব জায়গাতেই" বলেই লোকটি দীর্ঘস্বাস ফেলল। "তার গায়ে জন্মানো পোকাগুলোই তাকে কুড়েকুড়ে খাচ্ছে। " লোকটি আবার বলল। "কি ধরনের পোকা" সম্পাদক ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন।

"বিভিন্ন জাতের, যেমন ঘোষখোর, মুনাফালোভী ব্যবসায়ী, ধর্মব্যবসায়ী, সুবিধাভোগী রাজনীতিবিদ আরো কতকি? সম্পাদকটি এবার চেয়ার থেকে উঠে দাড়িয়ে বললেন, বলুন ত আপনি কে? আর আপনার রোগিটিইবা কি? "আমার রোগীটি হল বাংলাদেশ আর আমি হলাম একজন মুক্তিযোদ্ধা। " লোকটি আস্তে করে উত্তর দিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.