আমাদের কথা খুঁজে নিন

   

এনজিওর বিজ্ঞাপনে অসম্মানজনকভাবে আদিবাসীদের উপস্থাপন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বিজ্ঞাপনটিতে প্রথমে একজন অসহায় বৃদ্ধকে দেখানো হয়। তিনি মার্জিনাল। এরপরে একজন শারিরীক প্রতিবন্ধীকে দেখানো হয়। এরপর একজন দুস্থ্য নারীকে। এই তিনজনের জাতিসত্ত্বা এখানে উল্লেখ্য নয়।

এরপরে স্কীনে আসে একজন আদিবাসী। বাজেটে তাদের জন্য স্পেশাল বরাদ্দের প্রত্যাশায় চারজন এরপরে হাত ধরে সংসদের দিকে হাঁটতে থাকেন। সরলভাবে বিজ্ঞাপনটা এমন হলেও, আদিবাসীদের এই ধরণের উপস্থাপন দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। একজন প্রতিবন্ধী, অসহায় বৃদ্ধ ও নারীর মতই পুরো আদিবাসী জাতিসত্ত্বাকে উপস্থাপন করা হয়েছে। আদিবাসীদের উপস্থাপন শোভন ও সম্মানজনক হয়নি বলেই মনে করি।

জাতিসত্ত্বাকে শারিরীক প্রতিবন্ধীদের মত একই আচরণগত পরিমাপে ফেলা মানুষের জন্য ও সমন্বয় নামের এনজিও দুটো আদিবাসীদের প্রকৃতপক্ষে কোন দৃষ্টিতে দেখে, সেটা প্রশ্নবিদ্ধ। "মানুষের জন্য" তে যোগাযোগ করে জানালাম এই বিজ্ঞাপনটা মূলত তৈরী করেছে ডঃ আতিয়ার রহমানের "উন্নয়ন সমন্বয়" নামের সংস্থাটি। কথা হলো সেখানে কর্মরত আকতার সাহেবের সাথে, বিষয়টা খোলাসা করলেন এভাবে, এই সব স্টেকহোল্ডারদের জন্য বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে বলেই এভাবে উপস্থাপন। এখন পর্যন্ত তাদের সেখানে কর্মরত আদিবাসী থেকে শুরু করে কেহই আদিবাসীদের এমন উপস্থাপনকে অশোভন বলেনি। কিন্তু সাদা চোখে ভাবুন তো, একজন অসহায় বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধীর সাথে পুরো একটা জাতিসত্ত্বা - অসম্মানের জন্য এটুকু কি যথেস্ট নয়?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.