আমাদের কথা খুঁজে নিন

   

এনজিও নেটওয়ার্কের সভা - এনজিওর অবদানকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে

------

এনজিও নেটওয়ার্কের সভা এনজিওর অবদানকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এনজিও সেক্টর সম্পর্কে ঢালাও অপবাদ দিয়ে এর অবদানকে অবমূল্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে জনগণের মধ্যে এনজিও সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত এবং এনজিওগুলোর মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে। এনজিও ফেডারেশনে গত মঙ্গলবার বিভিন্ন বিশেষায়িত এনজিও নেটওয়ার্কের নিয়মিত মতবিনিময় সভায় নেটওয়ার্কের প্রধানেরা এই মত প্রকাশ করেন। সভায় বলা হয়, দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন এনজিও বাছাই না করার ফলে এবং যথাযথ তদারকির অভাবে গুটিকয়েক অসৎ ও অদক্ষ এনজিওর বিতর্কিত কর্মকাণ্ডের কারণেও অনেক সময় এ ধরনের নেতিবাচক ধারণার জন্ম হচ্ছে। এনজিও ফেডারেশনের সভাপতি মুহম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসহ ভূমিসংক্রান্ত এনজিওগুলোর নেটওয়ার্ক এএলআরডি, প্রতিবন্ধী ফোরাম, কোয়ালিশন ফর আরবান পুওর, ফোরাম ফর দি রাইটস অব দি এল্ডারলি, নিরাপদ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদসহ বিভিন্ন নেটওয়ার্কের প্রধানেরা অংশ নেন। সভায় মত দেওয়া হয়, গত ৪০ বছরে বাংলাদেশে বিশেষ করে তৃণমূল পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচন এবং নারীসহ সুবিধাবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর বিশাল অবদান ও সাফল্যের মূল্যায়নের উদ্দেশ্যে একটি সুস্পষ্ট সমীক্ষা প্রয়োজন। Click This Link Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.