স্নায়ু যুদ্ধের দিন শেষ, কাউকে ভাগ দিতে হবে না,
পৃথিবীর সমস্ত সম্পদ এখন ঈশ্বরের পুত্রকন্যাদের!
জবাবদিহিতার প্রয়োজন কোথায়,
কাকে জবাবদিহি করতে হবে ?
এই মন্ত্রে দীক্ষিত জাহাজ, ছুটছে হণ্যে হয়ে
ভিড়ছে বন্দরে বন্দরে ।
গণতন্ত্রের জাহাজ,
গণতন্ত্র বোঝাই জাহাজ
গণতন্ত্রের নবীদের জাহাজ ...
গণতন্ত্র এখন রফতানি যোগ্য ? গণতন্ত্র এখন,
পৃথিবীর সবচেয়ে বড় লাভজনক ব্যবসা ?
বসরা বন্দর থেকে ফিরছে জাহাজঃ
লক্ষ লক্ষ বালতি রঙ ছিটিয়ে, মানুষ মানবতার চেয়েও
বহুমূল্যবান তেল নিয়ে স্বদেশে ।
ব্যাবিলনীয় ইতিহাস ঐতিয্যে
চিরজন্মের চুনকাম করে ;
এ যেন সেই টাটকা রঙের বালতি,
হিটলারের চুনকাম, জার্মানির মতো
ইরাককে রাতারাতি বদলে ফেলা !
এ বারের অভিষ্টযাত্রা সিরিয়া,
না কী, ইরান যাত্রার প্রথম পদক্ষেপ ?
মাটির তলায় যাদের তেলের খনি,
তাদের কী শান্তিতে ঘুমোবার উপায় আছে ?
০১.০৯.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।