আমাদের কথা খুঁজে নিন

   

মূলত ; ভালোবাসা, প্রেম বলে কিছু নেই ;

- শাফিক আফতাব----------- জেসিকা, তুমি ভাােলাবাসার বড়াই করো, ধরো, আজ বিকলাঙ্গ হলাম, কিংবা নপুংশক ; উপবাসে জীর্ণ আর কঙ্কালসার হলাম ; এই সৌন্দের্যের প্রাচুর্য কুৎসিত কদাকার দৃশ্যপট, দেখবে, তোমার ভালোবাসা, রঙ বদল করেছে। আমরা ভালোবাসা আর প্রেম বলে যে মাথাকুঁটে মরি, সেটা আসলে সময়ের দাবি, জৈবিকার অন্যতম যোগসূত্র। সুতরাং ভালোবেসে প্রাণ দেয়ার ইতিহাস সেটা আবেগের তীব্রতম প্রকাশ। দেখবে, ভালোবেসে ঘর বাঁধার উত্তরকালে ; গ্যসলাইটের মুদ্রাদোষে ঘর ভেঙেছে। মুলত ; ভালোবাসা, প্রেম বলে কিছু নেই ; জীবের স্বাভাবিক বৈশিষ্ট্যে ; প্রদাহজাত উত্তেজনা। ১১.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.