ধর্মকে কেউ বলে আফিমের চেয়ে খারাপ। কেউ বলে হেমলক । কেউ বলে অমৃত।
ধর্মের মূল এবং প্রকৃত জ্ঞান না থাকাই তেমন নেগেটিভ বিশ্বাসের কারণ। প্রচলিত ধর্মের অনুসারী আর ধর্ম যে ভিন্ন জিনিষ তা বুঝার মতো জ্ঞান আপনার নিশ্চয়ই আছে?
ব্যবহার কারী কোন ভুল করলে তাতো মূলে উপর বর্তায় না।
যায় কি?
আমি এম এস ওয়ার্ডে কাজে ভুল করি, তাই বিল গেটসের সফটওয়্যার তো ভুল না। এই আর কি, যদি বুঝতে চায় কেউ।
প্রচলিত ধামির্কদের প্রচুর ভুল আছে। তাই ধর্মকে ভুল বলা বোকামী ছাড়া আর কি।
ধর্ম বিশেষ করে ইসলামই সময়ের আগে সভ্যতাকে এগিয়ে নিয়েছে
যা ইতিহাসে প্রমাণীত।
এখন কেউ যদি চোখ বুঝে বলে আমি ইতিহাস মানিনা তার কথা আলাদা। আলাদা শ্রেণীকে আমাদের দেশে এক আলাদা জেলায় রাখা হয়। তাদের সাথে সাধারন মানুষ সংঘাতে যায় না, মায়া করে।
সুতরাং এ ধরনের বক্তব্য কেবলই অর্থহীন চীৎকার। সত্য বহুদূরে।
.. আপনি তথাকথিত আপনার চারপাশের যে ধার্মিক বা বক ধার্মীক লোক দেখছেন তাদের দেখেই বোকার মতো ধর্মকে গাল দিচ্ছেন।
আমি সেই সত্যেকেই খুঝে বের করে পরে গাল দিতে বলেছি। পারলে ডুব দিন না জ্ঞান, অন্বেষা আর জিগীষার অমৃত সাগরে।
দেখবেন জিঘাংসা আর আপনাকে ছুতে পারবে না।
আর আমাদের অজ্ঞতা আর মূর্খতার সবচে সহজতম নিকটতম কারন টা হল এই যে আমাদের এই মানসিকতা।
কিছু না জেনে না বুঝে ঠাস করে মন্তব্য করে ফেলি? সত্য খুঁজতে যাইও না চাইও না। ...
আসুন সত্যকে লাভ করি। আলোকিত হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।