অতি সাধারণ একজন মানুষ। বছর ঘুরে আবার ফিরে এল ভাষা আন্দোলনের স্মৃতিমাখা মাস ফেব্রুয়ারী। ৫২'র এই ভাষা আন্দোলনই আমাদের প্রথম বারের মতো বাঙালি জাতি হিসেবে ঐক্যবধ্য করেছে,কাধে কাধ মিলিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে শিখিয়েছে। আমরা নিজেদের "বাঙালি" বলি আর "বাংলাদেশি" বলি, আমাদের জাতিসত্তার মূল কিন্তু ভাষা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন হচ্ছে, আমরা কি ভাষা আন্দোলনের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি না? এই মহান আন্দোলনের মূল লক্ষ্য থেকে আজ জাতি হিসেবে আমরা বিচ্যুত নই???
শুধুমাত্র ফেব্রুয়ারী মাস এলেই আমাদের মনে পরে ভাষা শহিদদের ত্যাগের কথা, মনে পরে মাতৃভাষার সম্মান রক্ষার্থে অকাতরে তাদের জীবন বিলিয়ে দেয়ার কথা।
সবাই প্রতিবছরের মতো আরও একবার একমাসের বাঙালি হবার চেষ্টা করি। আগেতো আমরা পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করতাম, এখন আর অত দুরেও যাওয়ার প্রয়োজন পরে না, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সংস্কৃতি'র অন্ধ অনুসরণ করেই আমরা সন্তুষ্ট। সারা বছর বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে চরম অপমান করে এই একমাসের বাঙ্গালিয়ানা কি ভাষা শহিদদের প্রতি চরম অবমাননা নয়???
তাই,সবাইকে অনুরোধ করবো দয়া করে নিজের মূল ভুলে যাবেন না। অন্য সংস্কৃতি'র কদর করা খুবই ভালো, তবে নিজের সংস্কৃতিকে অপমান করে নয়। সবাইকে এই মহান মাসের
শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।