আমাদের কথা খুঁজে নিন

   

সূক্ষ্ম 'রস'(?) !!

মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়

Captain Bravo একটি জলদস্যু জাহাজ একদিন মধ্য সমুদ্রে হঠাৎ অন্য জাহাজ দ্বারা আক্রান্ত হল। জাহাজের ক্যাপ্টেন ছিল খুব সাহসি। সে তার জাহাজের অন্যদের ডেকে প্রথমে তাকে একটা লাল শার্ট এনে দিতে বলল। একজন লাল শার্ট এনে দিলে সেটা পড়ে সে বলল, চল এবার লড়াই করি। তুমুল সংঘর্ষ হল এবং শেষে তাদেরই জয় হল।

যা হোক, কদিন পর দুটো জাহাজ তাদের আক্রমন করল। আবারও ক্যাপ্টেন প্রথমে তাকে লাল শার্ট এনে দিতে বলল। অন্যরা অবাক হলেও এনে দিল । আবারও কঠিন যুদ্ধ হল এবং জয় হল। কদিন পর তিনটা জাহাজ আক্রমন করল।

এবারও সে প্রথমে লাল শার্ট চাইল এবং তুমুল যুদ্ধ পর তারাই জয়লাভ করল। তো যুদ্ধ শেষে তার শিষ্যরা এবার আর না জিজ্ঞাস করে পারল না। : হুজুর, আমরা দেখেছি আপনি প্রতিবার যুদ্ধের শুরুতে লালশার্ট চান। এর কারন কি? : আসলে ঘটনা হচ্ছে, রক্তের রং লাল। তাই আমি যদি গুরুতর আহতও হই তাহলেও যেন তোমরা তা বুঝতে না পার এবং মনোবল না হারাও।

এই কথা শুনে সবাই খুব আবেগ আপ্লুত হয়ে পড়ল। কি মহৎ তাদের ক্যাপ্টেন! যা হোক, কদিন পর আবার তারা আক্রান্ত হল। এবার একটা না, দু'টা না... দশ-দশ টা জাহাজ। এইবার ক্যাপ্টেনের শিষ্যরাই আগে জিজ্ঞাসা করল, : হুজুর, লাল শার্ট নিয়ে আসব? ক্যাপ্টেনের চট-জলদি উত্তর- : না..... Bring me my BROWN PANT...... !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।