আমাদের কথা খুঁজে নিন

   

সূক্ষ্ম অনুভূতি ও সৌন্দর্যবোধ বাচিয়ে রাখার স্বার্থে

গতকাল ৩১ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশের পর বেশ কয়েকটা ফোন পেলাম। কারো প্রশ্ন 'ভাই আপনি কি প্রিলিতে টিকেছেন'? কেউ জানতে চাইলেন ভাই কি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন? কল্যাণকামী শুভাকাংখী সেই মানুষগুলো আমার জবাবে খুশি হতে পেরেছেন কিনা অজানা। তবে আমার চিন্তাধারা প্রকাশকে আমার পরিকল্পনা স্পষ্ট করার স্বার্থেই প্রয়োজনীয় মনে হয়েছে। তাই আজকের এই প্রয়াস.... যে পেশা গ্রহণ করলে নিজের সূক্ষ্ম অনুভূতি ও সৌন্দর্যবোধ ধ্বংস হ্ওয়ার সম্ভাবনা সেই পেশাটাকে আমি আমার সূক্ষ্ম অনুভূতি ও সৌন্দর্যবোধ বাচিয়ে রাখার স্বার্থেই এড়িয়ে যেতে চাই। যে ব্যবস্থা ব্যক্তির মেধা প্রতিভা বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করে তা আমার ভাললাগার কোন কারণ নেই।

যে ব্যবস্থায় ব্যক্তি তার মনের ভাবটি কোনোরকম সংকোচ না করে প্রকাশ করতে অক্ষম সে ব্যবস্থা আমার অপছন্দ। ভাল চাকর হতে পারাই ভাল নেতা হওয়ার সম্ভাবনা বলে আমি মনে করিনা। জগ‍তটাকে যেরকম পাচ্ছি সেটাই মেনে নেয়ার মাঝেই কল্যাণ এটা্ও আমি মনে করিনা। আমি আমার চারপাশকে যেরকম দেখতে চাই সেভাবে তাকে গড়ে নেয়ার প্রচেষ্টা চালানোতেই আমার আনন্দ। সকল সাফল্য অর্জনের আনন্দোৎসব কিংবা কোন প্রাপ্তির বিজয়োৎসবে আমাকেই স্বীকৃতি পেতে হবে, সবার সামনে থাকতে হবে এসবের প্রয়োজনীয়তা আমি অনুভব করিনা।

তবে চ্যালেন্জ মোকাবেলায় ও আন্দোলনে সংগ্রামে ঝুকি নিয়ে সামনে থাকার ক্ষেত্রে পিছুটান মোটেই নেই। আসলে সামাজিক র্মযাদায় শীর্ষে অবস্থান, ব্যাপক প্রভাব প্রতিপত্তি, বিত্ত বৈভব আর সামাজিক স্বীকৃতি, জনপ্রিয়তা অর্জন আর সস্তা সম্মনের দিকে আমার দৃষ্টি নেই। পার্থিব জীবনের সাফল্য মাপতে পরের জন্যে আমি কিছু করতে পারছি কিনা, বেশি বেশি ভাল কিছু করার জন্যে আমার সার্মথ্য দিন দিন বাড়ছে কিনা সেদিকেই আমার মনোযোগ। তবে বাইরের বিষয়গুলো দৃষ্টিগোচর বলে মনের ভেতরের অন্তর্নিহিত ব্যাপারকে কম গুরুত্ব দেয়ার মানুষ আমি নই। নিজে সৎ না হয়ে অন্যকে সততার কথা বলা অর্থহীন।

নিজে অসচেতন থেকে অন্যকে সচেতন করার দায়িত্ব্ও নেয়ার কোন মানে হয়না। নিজে স্বার্থপর ও জটিল হয়ে অন্যকে সরলতা ও পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করা অসম্ভব। আমার মানবিকতা থাকলেই কেবল অমানবিক সকল কাজের বিরুদ্ধে লড়াইয়ের নৈতিক বৈধতা আমি রাখি। ফলে এসকল গুণ করায়ত্বের মাধ্যমে নিজ দুর্বলতা দূর করা ও বৃহৎ কাজের উপযুক্ত করে নিজেকে প্রস্তুত করণেই আমার প্রচেষ্টা অব্যাহত। অন্যকে সবসময় অনুকরণ করার ইচ্ছা আপন ইচ্ছার অনুচারী মানুষের থাকেনা।

আমি যদি আমার নিজের হৃদয়ের কথাই নিজে না শুনি তবে আমার স্বপ্ন কখনোই পূরণ হবেনা। তাই আমি আমার গন্তব্য অনেক দূরে ঠিক করেছি এবং সেখানে যাবার জন্যে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা নিজ নিজ আদর্শের জন্যে সংগ্রাম করে তাদের জীবনে সংগ্রাম করাটাই চিরসত্য। তাই আমি আজীবন স্বতস্ফূর্তভাবেই নিজ অস্তিত্বের সক্রিয় জানান দিয়ে যেতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।