আমাদের কথা খুঁজে নিন

   

পাগলদের নিয়ে প্রচলিত জোকস্...



বাংলাদেশের কোনো এক রাষ্ট্রপতি গেছেন পাবনা মানসিক হাসপাতাল ভিজিটে। বেশ ক'জন রোগী তাকে ঘিরে ধরলো। একজন জিজ্ঘাসা করলো-" আপনি কে ভাই, আপনারে তো ঠিক চিনতে পারলাম না ? " " আমি বাংলাদেশের প্রেসিডেন্ট "- বললেন তিনি " হ, হ, বুঝছি। এখানে আইলে প্রথম প্রথম সবাই নিজেরে তাই মনে করে..." কোনো এক রাতে এক পাগল আরেক পাগল কে ম্যানহোলের ভেতর ডুবিয়ে মেরে ফেললো। তারপর তাকে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখলো। সকালে তো মহা হৈ চৈ ! কে মেরেছে ? কেনো মেরেছে ? এই নিয়ে মহা তোলপাড়। এক পাগল সামনে এস বললো- " ও পানিতে পইড়া গেছিলো..." । " তারপর কী হয়েছে ? "- জানতে চাইলো হাসপাতাল কর্তৃপক্ষ। " হেরে আমি পানি থেইক্কা তুইল্লা রোইদে শুকাইতে দিছি..." কোমরে দড়ি পেঁচিয়ে এক পাগল গাছের ডালে ঝুলছে। তা দেখে একজন জিজ্ঘেস করলো- " এই তুমি কী করতেছো ? " পাগল বললো, " দেখোনা ফাঁস দিতাছি " " দুর মিয়া, ফাঁস কি কেউ কোমরে দেয় ? ফাঁস তো দেয় গলায় " " গলায় ফাঁস দিলে মইরা যামু না ? আমারে পাগল পাইছো ? "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.