আমাদের কথা খুঁজে নিন

   

কোন পাগলদের দেশ এটা ?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

এটা সম্ভবত আমারা ! একুশ শতকের এনটিভি যার প্রমাণ , আর আরটিভির কথা আর বাড়ালাম না । 1-যে কোন বহুতল দালান এর জন্য শক্তিশালী অগি্ন নির্বাপন এর ব্যবস্থা থাকা উচিত । 2-বিশেষ ব্যবস্থার মাধ্যমে নিদির্ষ্ট এবং গুরুত্বপূর্ণ দালান এর জন্য স্ট্যান্ড-বাই দমকল বাহিনী থাকা উচিত । যাতে তারা দ্্রুত অগি্নগ্রস্ত অবস্থানে পৌছতে পারে । 3-আগুন লাগলে কি করা উচিত তা মহড়ার মাধ্যমে প্রশিক্ষন এর ব্যবস্থা করা উচিত ।

বছরে একবার কিংবা 6 কিংবা 3 মাসে একবার করে । 4-দালানে আগুন লাগলে লিফট ব্যবহার করা নিষিদ্ধ তা জানা উচিত । 6-দালানের কিছুকিছুকক্ষ অগি্নপ্রতিরোধকভাবে তৈরী করা উচিত । 7-ভূমিকম্প প্রতিরোধক হিসেবে দালান তৈরী করা উচিত । 5-আগুন লাগলে জরুরী গমন পথের ব্যবস্থা রাখা উচিত ।

6-সব প্রয়োজনীয় অথার্ত জুরুী তথ্যের সংরক্ষণ এমন জায়গায় করা উচিত, যেখানে সহজে তাপ,চাপ এবং হারানোর সম্ভবনা কম । অথার্ত সঠিক এবং সতর্কতার সাথে সংরক্ষণ করা (ফিডব্যাক) । 7-বিশেষ জরুরী সাহায্যকারী সংস্থা দরকার, যারা একাধিক হেলিকপ্টার এর মাধ্যমে সেবা দিতে পারে। বলতে গেলে বিশেষ দল যারা বিশেষ বিশেষ অবস্থানে মানুষের জীবন বাচাতেঁ প্রস্তুত এবং প্রশিক্ষণ প্রাপ্ত । 8-জরুরী দালান কোঠার পাশে অথার্ত রাস্তের পাশে ওয়াসার পানির সরবারাহের ব্যবস্থা থাকা উচিত ।

9-দ্রুত এ্যাম্বুলেনস যেন ঘটনাস্থল পৌছতে পারে, সে জন্য নিজস্ব স্ট্যান্ড-বাই এ্যাম্বুলেনস এর ব্যবস্থা করা উচিত । একটি নয় বরং লোক সংখ্যার উপর ভিত্তি করে এম্বুলেনস এর সংখ্যাধিক করা উচিত । 10-ঘটনাস্থলের আশেপাশে লোকজনের ভীড় না হতে দেওয়া উচিত । উপরোক্ত সব গুলো না মানলেও, কিছুটা মানলেও তো মানুষ রক্ষা পায়, নাকি পায় না ? নাকি আমাদের উচিত মানুষদের মারা, যাতে দেশের জনসংখ্যার বোঝা কমে ????? বিবেকের কাছে এই প্রশ্ন । দেশের আর্মির জন্য হাজারো লাখো কোটি টাকার অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, কিন্তু মানুষ বাচানোঁর জন্য কোন ব্যবস্থা নাই ? থাকলেও নামে মাত্র ।

আমি তো শুধু বিশেষ জায়গার কথা বললাম, যদি বলি, দেশের প্রতিটি কোনায় কোনায় এই সুবিধাগুলো পৌছে দিতে ! তাহলে তো মনে হয় এই 20 বছরেও পারবে না, যদিও ইচ্ছা থাকে । কারণ প্রথমেই দেশকে ঠিক করতে হবে । তাহলে সবাইকে ঠিক করতে হবে । আর ঐ দিনই হবে, বাংলাদেশ বিদেশ । মনে হয় না, সেই দিন, আসবে ।

আসবে কি ? বিবেকের কাছে আজ এই প্রশ্ন । লজ্জা করে, আপনার করে না, নাকি করে? এখন আপনার কাছে, আমার প্রশ্ন । ক্রিকেট খেলায় জিতায় মত্ত, হয়ত দেশের ক্রিকেটের মান উন্নত হয়েছে, হয়ত দেশের নাম ভার্চুয়াল স্টাইলে উন্নত হয়েছে কিন্তু সত্যিকার অর্থে উন্নতি হয় নি । আপনি কি একমত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.