দ্রুত ইতিবাচক সংলাপে বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠি দুটি গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আজ সোমবার সকালে প্রথম আলো ডটকমকে চিঠির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। চিঠির প্রতিপাদ্য সম্পর্কে সাবেক এ পররাষ্ট্রসচিব বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২৩ আগস্ট দুই নেত্রীকে ফোন করেন। ফোনালাপে রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে তিনি সংলাপে বসার তাগিদ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।