সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের মুখপাত্র সুজিত ঘোষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত।”
আগামী ২৪ জানুয়ারি নাগাদ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতভেদে হরতাল ও সহিংসতায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে দেশবাসী।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের পথে এগোচ্ছে ক্ষমতাসীনরা।
ভারতীয় হাই কমিশনের মুখপাত্র বলেন, বাংলাদেশের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশে ‘সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে মতভেদ নিরসনই উত্তম।”
“এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি তা বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও স্থিতি অর্জনের লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।