আমাদের কথা খুঁজে নিন

   

বৃহত্তম আলট্রা এইচডি টিভি আনছে এলজি

৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে শুরু হওয়া আইএফএ ট্রেড শো উপলক্ষে বিশ্বের বৃহত্তম আলট্রা হাই ডেফিনেশন (ইউএইচডি) ওএলইডি টেলিভিশনের ঘোষণা দিয়েছে এলজি। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, ৭৭ ইঞ্চি মাপের এ টেলিভিশনটি এখন পর্যন্ত এলজির সবচেয়ে আধুনিক মডেলের। এ টেলিভিশনটির ছবির মান অন্যান্য টেলিভিশনের চেয়ে অনেক উন্নত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।
এর আগে চলতি বছরের শুরুতে এলজি কর্তৃপক্ষ ৫৫ ইঞ্চি মাপের বিশ্বের প্রথম বাঁকানো পর্দার বা কার্ভড ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) টিভি আনার কথা জানিয়েছিল।

এলজির ৫৫ ইঞ্চি মাপের ওএলডি টিভির দাম ১৫ হাজার মার্কিন ডলার।
ওএলইডিকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন পরবর্তী প্রজন্মের টেলিভিশন প্রযুক্তি। এ প্রযুক্তি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি তুলনায় অধিক শক্তি-সাশ্রয়ী। ২০১২ সালের শুরুতেই স্যামসাং ও এলজি নিজস্ব ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছিল।
৭৭ ইঞ্চি মাপের নতুন টেলিভিশন বাজারে আনা প্রসঙ্গে এলজি হোম এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী হ্যাভিস নোন জানিয়েছেন, বিশ্বের প্রথমবারের মতো ‘আলট্রা এইচডি কার্ভড ওএলইডি’ টিভি ঘোষণার মাধ্যমে আমার ভবিষ্যত্ উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রাখতে পেরেছি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.