বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জন কেরির চিঠি পৌঁছে দেয়া হয়।
একই ধরনের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে বলে শমসের মবিন চৌধুরী জানান, যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
শমসের মবিন বলেন,নির্বাচন সামনে রেখে দেশে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
“আর কালক্ষেপণ না করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমঝোতায় পৌঁছানো জরুরি বলে উল্লেখ করেছেন জন কেরি।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা রোববার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়েও গিয়েছিলেন।
তবে তিনি কোনো চিঠি পৌঁছে দিয়েছেন কি না- সে বিষয়ে কিছু ‘জানেন না’ বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
সংবিধান অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, যা নিয়ে বিরোধী দলের আপত্তি।
সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।