আমাদের কথা খুঁজে নিন

   

বেবি রহমান বলে কোথাও কেউ নেই



বেবি রহমান বলে কোথাও কেউ নেই..... আছে তার ছায়ার কঙ্কাল... সুখী মানুষের জামার মতো তার কোনো লেখা নেই... নেই সেমিজ-আভরী দুপুর অম্লান। তবু, হয়তো... কোথাও কেউ থাকে, যার নাম চৌরাসিয়া অথবা চরটকাটা, থাকে কমলার খোসার মতো আত্মঘাতী জল। কেনো যে কখনো কখনো নিচে নয়, পুরো সমুদ্র উঠে যায় ঊর্ধোলোকে...সিলিংফ্যান বরাবর! আজ এতোদিন পর, পাতাকুড়ানী মেয়ে-- তুমি ফিরে এলে সোনারঙ মাকড়সা হয়ে। তোমার জরির জালে ফিরে এলো কেটে-ফেলা পুরনো-আঙুল; আমাদের পোষা সংসার, মায়া-কাকা, মা-মাসীমা-পরি দিদিমনি। মরে গিয়ে এতোদিন তাদের সবার পরিনতি ছিলো...নীল-বনসাই আর লাল-স্খলনের টালিখাতা। তবু কোথাও কোনো হরতকি-বাঁকলে খোদিত নেই দুধ-ভাতের টেরাকোটা। রুপকথা, রুপকথা গো... আমি এক বেহায়া নদী...। চাই, কেবল চাই একটিমাত্র জামরুল-গন্ধী নাম... আমার বয়স শঙ্খোর সমান। বিদ্র: লেখাটা...মৃদুল মাহবুব ভাইয়া নাকি আমাকে চেনেন... তার এমন (কাছাকাছি) কথার প্রেক্ষিতে লেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।