মমতার দাম অনেক বেশি তাই বিক্রি হয় না,
পুরনো হয়না কখন, যেমন হয়না মা ডাকটি,
মা ডাকটি যে গভীর মমতার দামে কেনা।
সেই জন্মের পর প্রথম যেদিন ডেকেছিলাম মা বলে
সেদিন তার মমতা আমার কেনা হয়ে গিয়েছে,
পারবো কি এই মমতা ফিরিয়ে দিতে?
যদি কখন পারি সেদিন পৃথিবীতে
সকল মায়ের মৃত্যু হবে,
কারণ যে মমতা শুধু মা দের জন্য
সেই মমতা যদি আমি ধারন করি,
তাহলে মায়ের অস্ত্বিত্ত কি আর থাকে,
যে মমতার দাম অসিমের কাছে,
তা মা ছাড়া আর রবে কার কাছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।