আমাদের কথা খুঁজে নিন

   

জায়গায় খায় জায়গায় ব্রেক



আপনারা হয়ত সবাই দেখেছেন, শুনেছেন কিন্তু মনোযোগ দেননি। ঢাকা সহ সকল শহরেই এদের দেখা যায় ভিন্ন ভিন্ন ষ্টাইলে। বেশি ভাগই থাকে বড় বড় পোষ্টার হাতে অন্য হাতে হ্যান্ড মাইক বা চুঙ্গা, কাধে ব্যাগ ঝোলানো সে ইদুর তেলাপোকার মারার মারার বিষ বিক্রি করছে। তারা সবাই ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা বলে বিষ বিক্রি করে। শুনেছেন সেই অজানা কবির ছান্দিক কবিতা? এখানে পড়তে হলে অবশ্যই মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। ইদুর মারেন, তেলাপোকা মারেন ছাড়পোকা মারেন, পিপড়াগুলা মারেন জাদুর কাডি ম্যাজিক চক দাগ দিলে মরে ঘষা দিলে মরে তেইলাচোরা মরে চোরার ঘরে চোরা তেইলাচোরা জায়গায় খায় জায়গায় ব্রেক ইদুরগুলা ব্রেক লাইনে খায়, সিরিয়ালে মরে কাইত হইয়া খায়, চিৎ হইয়া মরে লাফাইয়া খায়, দফাইয়া মরে ইদুরগুলা মরে ইদুর চিকা মারামারি অষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার মায়ের ঘুম নাই ইদুর তোর বাচন নাই ধরা পড়লে জামিন নাই জায়গায় খায় জায়গায় ব্রেক ভাল থাকবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.