দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com দেশের বর্তমান যে অবস্থা তাতে জামাত একবারেই কোণঠাসা। শুধু বিএনপি বেঈমানী করলেই জামাতের আর কোন উপায় নেই। এখন একই অবস্থায় যদি বিএনপি পড়তো তাহলে জামাত কি সিদ্ধান্ত নিতো?বিএনপি যদি যুদ্ধঅপরাধী দল হতো বা কোন কারণে বিএনপি এমন চরম কোণঠাসায় পড়তো তাহলে জামাত এক মূহুর্তও বিএনপিকে নিয়ে চিন্তা করতো না।
দ্রুত খোলস বদলে বিএনপির বিরুদ্ধে চলে যেত এবং জনতার কাতারে মিশে যেত। জনতার সমর্থন হারানোর রিস্ক নিতো না। উদাহরণ চান?১৯৯৫ সালে ফিরে যাই যখন তত্তাবধায়ক নিয়ে আন্দোলন চলছিল। তখন সমগ্র দেশের জনগণ তত্তাবাধায়ক প্রশ্নে একমত হচ্ছিলো। জামাত তখন দেখল জনগণ তত্তাবধায়কের দিকে।
মুহুর্তে বিএনপি কে ত্যাগ করে আস্তে জনগণের সাথে মিশে যায়। বিএনপি পুরো কোনঠাসা হয়ে যায়। জামাত রাজনীতিটা অনেক ভালো বুঝে এবং বেঈমানীটাও। বিএনপি রাজনীতি বুযে বলে আমার অন্তত মনে হয় না। যে দল রাজনীতিই বুজে না সে দল আসলে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত নয় বা ক্ষমতায় যাওয়াই উচিত নয় কিন্তু এম্ন কাচা দল দুই দুই বার যে কিভাবে ক্ষমতায় গেল আল্লাহই ভালো জানেন।
এবার আসি আরেক প্রসঙ্গে। আজকে যদি বিএনপির আমলে বিএনপি ট্রাইবুনাল গঠন করতো,একই রায় বিএনপি সরকারের আমলে হতো তাহলে দেশে এখন কয়টা হরতাল হতো বলতে পারেন?কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো কল্পনা করতে পারেন?আজকে সরকার পতনের ডাক উঠতো সবজায়গা থেকে। সারা দেশ আওয়ামিলীগের নিয়ন্ত্রণে চলে যেত। কিন্তু একই সুযোগ বিএনপিও পাইলো কিছুই করতে পারলো না। আমার যেটা মনে হয় জামাত কে যদি এখন বিএনপি ছেড়ে দিত এবং রায়ের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান নিতো তাহলে সব কিছু বিএনপির অনুকুলে চলে যেত।
আর আমরাও রাজাকার ইস্যুটার শেষ দেখতে পারতাম। এই রাজাকার ইস্যু নিয়া রাজনীতি হইতে হইতে অতিষ্ঠ হইয়া পরলাম। আর ভালোই লাগে না। এইবার শেষ দেখতে চাই। আশা করি এইবার এই ইস্যুটার শেষ হবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।