আমাদের কথা খুঁজে নিন

   

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ৬



৫ অতঃপর এল এক সরাইখানার বৃদ্ধ মালিক এবং তাকে বলল, তুমি আমাদের পানভোজনের ব্যাপারে কিছু বল এবং সে বলল: তোমরা কি ধরিত্রীর সৌরভে ঘ্রাণ নিয়ে বাঁচতে পারো কিংবা বায়ুবৃক্ষের মত সূর্য্যের আলোকে প্রাণধারণ করতে। যখন প্রাণ ধারণের জন্য তোমাদের প্রাণ নিধন করতেই হয় কিংবা তৃষ্ণা নিবারণের জন্য তোমাদের নবজাতকের মাতৃদুগ্ধ হরণ করতেই হয়, তবে তা যেন হয় উপাসনা উপচার, তবেই তো পারো তোমরা প্রাণধারণ করতে তোমাদের ভোজনস্থল হ’য়ে উঠুক সেই উপাসনাবেদী, অরণ্যভূমির নিষ্পাপ পূতপবিত্র প্রাণপশুরা উৎসর্গিত হউক্ সেখানে এবং সেই তারা হ’য়ে উঠুক নিষ্পাপ বিশুদ্ধ মানুষের অন্তরেতে। যখন কোন প্রাণপশুকে বধ করবে তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে: ’যে শক্তি দ্বারা তুমি বধ্য হচ্ছ, আমরাও বধ্য হব আমরাও ভোজ্য হব সেই শক্তিতে। ’যে বিধিবিধানে তোমার সমর্পণ আমাদের হাতে, সেই বিধিবিধানেই আমরাও সমর্পিত হব তাঁর হাতে সেই সর্ব্বময় শক্তিতে ’যে প্রাণবারিতে স্বর্গীয় বৃক্ষ সিঞ্চিত সঞ্জীবিত সে তো তোমার সে তো আমাদেরই রক্তশোণিত, সেই প্রাণরসই আমাদেরই রক্তশোণিতে।’ এবং যখন আপেল ফলকে দন্তদংশিত করবে তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে: ’তোমার বীজবৃক্ষের নিবাস হবে আমাদের শরীরেতে ’তোমার অনাগত কালের পুষ্পকুঁড়ি প্রষ্ফুটিত হবে আমাদেরই হৃদয়াবাসে ’তোমার সুরভি সুবাস স্বনিত হবে আমাদের শ্বাসপ্রশ্বাসে ’এবং আমরা বিনন্দিত হব সমস্ত ঋতু কালচক্রে একই সঙ্গে সহবাসে।’ এবং পেষাইয়ের জন্য আঙ্গুর ফল তুলবে যখন শরতে তখন তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে: ’আমরাও এক দ্রাক্ষাকুঞ্জ, আমাদের ফলও আহৃত হব পেষাইয়ের জন্য নিঃশেষে ’নূতন মদিরার মত আমরাও গচ্ছিত হব চিরন্তন কোন আধাররসে।’ এবং শীতে যখন সেই সুরাসুধা পান করবে তোমরা, তোমাদের হৃদয়ে যেন ঝঙ্কৃত হয় প্রতিটি পানপেয়ালার সঙ্গীত সুধাগীতি এবং সেই সঙ্গীতে যেন ঝঙ্কৃত হয় শরতদিন দ্রাক্ষাক্ষেত আর পেষাইযন্ত্রের স্মরণস্মৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.