"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
শৃঙ্খল
জানিনা কোন অধিকারে-
নিষেধের দেয়াল টপকে,
বারবার তোমার কাছেই যেতে ইচ্ছে করে।
পায়ে পড়িয়েছো শক্ত শৃঙ্খল,
এঁকে দিয়েছো লক্ষণ-রেখা;
এ বাঁধন ছিড়বোনা, এ গন্ডি পেরোবোনা-
এতোটা নিশ্চিত, তুমি হলে কী করে?
দেহকে পদার্থ ভেবে-
অপদার্থের মতো তুমিও আত্মাকে ভাব জড় পদার্থ।
আত্মা মানে তো শুধু হৃদপিন্ড নয়, নয় শুধু রক্তের চলাচল।
মৃতব্যক্তির হৃদয়ে পেয়েছো কি কখনও আত্মার উপস্থিতি?
তাইতো তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই-
শৃঙ্খলিত এই দেহ আজ নীরব, নিথর, নির্বিকার-
অথচ নিজেকে প্রশ্ন করে দেখো,
তোমার অস্তিত্বের প্রতিটি কণায়
আমার আত্মার সদর্প বিচরণ।
পারবে কী রুধতে সেই আত্মাকে অনাদিকাল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।