আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন
কেউ না চিনুক মা
আমি তোমায় চিনতে ভুল করিনি
তুমি যে আমার বীরঙ্গনা মা জননী
যদিও আমি সে সময়ে জম্মেনি
তবু ইতিহাসের পাতা ঘেটে তোমায় খুঁজে নিতে দেরি করিনি
আমার একটাই ভুল মা
সে তো তুমি জান
আমি তোমাকে যথাযোগ্য সম্মান দিতে পারিনি
তুমি একা নও মা
তোমার সাথে ছিল তিন লক্ষ জননী
অনেকে হাহাকার নিয়ে ঘুমিয়ে গেছে আর জাগেনি
তবে এখনো আক্ষেপ নিয়ে বেঁচে আছে অনেক ফেরদৌসি প্রিয় ভাষিনী
তুমি দোয়া কর মা
একদিন এই রাজনীতির চরম শৃঙ্খল ভেঙ্গে
তোমার নামে ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে দিব আমার লেখনী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।