আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের ভয়ে নিরপরাধ ব্যাক্তির খুনের দায় স্বীকার।

কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজখার ইউনিয়নের চাঞ্চল্যকর রাহেলা হত্যা মামলায় নিরপরাধ সোনালী ব্যাংক কর্মকর্তা মো: ইব্রাহীম খলিল-কে দিয়ে জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করেছে চান্দিনা থানা পুলিশ। পুলিশের ভাষ্যমতে গত ২৩শে সেপ্টেম্বর গভীর রাতে অর্থাৎ ২৪শে সে্প্টেম্বর ঘরের চাল খুলে ঘরে ঢুকে রাহেলা কে হত্যা করে। এই হত্যার প্রস্তুতির জন্য সে ২২শে সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রামের বাড়ি যায় এবং ২৩ তারিথ সে ছুটিতে থাকে। ঐদিন দিবাগত রাত রাহেলাকে হত্যা করে সে আবার ঢাকায় চলে আসে। কিন্তু প্রকৃতপক্ষে সে ২৩শে সেপ্টেম্বর প্রতিদিনকার মত অফিস কার্য সম্পাদন করে।

এদিকে, এলাকাবাসীর দেয়া ভাষ্যমতে ঐদিন (২৩শে সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাত দল ডাকাতি করার সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে রাহেলা মারা যায়। উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারী সকালে অফিসের সামনে থেকে মো: ইব্রাহীম খলিলকে পুলিশ গ্রেফ্তার করে নিয়ে যায়। ঐদিন গভীর রাতে পুলিশ তাকে থানা থেকে বের করে তার মাথা এবং বুক বাদ দিয়ে দেহের সব জায়গায় বেধড়ক পেটায় এবং তার (ইব্রাহীম খলিলের) কাছ থেকে জোড় পূর্বক জবানবন্দী আদায় করে। বর্তমানে সে কুমিল্লা জেল হাজতে বন্দী রয়েছে। তাকে এতটাই আঘাত করা হয়েছে যে, সে এখন একা উঠে দাড়াতেও পারে না, অন্য একজনের সাহায্য লাগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.