যখন আমি বসি কবিতা লিখতে
তখনই ছোট্র বোন ফাইজা থমকে দাঁড়ায় এসে পাশে।
তুমি কি লিখছ আপু?বলনা....
লিখছি কবিতা তোমায় নিয়ে জাননা....
খুশির ঝংকার বেঁজে উঠল তার ক্ষুদ্র হৃদয়ে,
সত্যি!!!!!কবিতা রচিত হবে আমায় নিয়ে?
খুব খুশি হব আমায় একবার পড়ে শুনাওনা....
এতে যে কিছুই লিখনি,তুমি তবু জান ছলনা।
আমার আর পুতুল মনির কথা তো কিছুই লিখনি...
আমায় নিয়ে কাব্য লিখতে তুমি বুঝি শিখনি।
শোন ওরে আমার ছোট্র আপুমনি.....
এ কবিতা হলো চাঁদের দেশের মায়াবিনী।
তোমায় নিয়ে লিখব আমি ছোট্র কাব্যখানি
নাম দেব কি তার জান!!! "ছোট্র আপুমনি"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।