সুজান
আমি বাংলাদেশে আরো এক মাস আছি... তারপর চলে যাবে.... আমি যখন বাংলাদেশে আসি তখন আমার আব্বু আমাকে ছোট-খাটে স্কুলে র্ভতি করে দেয়, বাংলা শেখার জন্য, সে খানে আমি ইজি বাংলা শিখি..... সেলেটেও তাই হয়েছে....
সেলেটের মানুষরা কেমন করে যেন কথা বলে... শুনতে খুব ভাল লাগে.....
1 ঃ আমাদের মিউজিক ক্লাসে মেম আমাদের 'ও আমার দেশের মাটি' গানটা শিখাচ্ছিল....
শিখানোর শেষে মেম একটি ছেলেকে গান গাইতে বললো.....
এই গানে একটি লাইন আছে ' মাতার মাতা'
আর ছেলেটি বলছি 'মাথার মাথা'
মেম বললো মাথা না... মাতা....
কিন্তু ছেলেটি বলতেই পারছিল না..... কারণ ও সেলেটি ভাষায় কথা বলে তাই কোন কোন উচ্ছারন ভাল করে বলতে পারে না.....
2 ঃ আমি ইজি বাংলা ক্লাস করি তো মেম আমাদের
5টি বাক্য রচনা করতে বললো.....
1. কলা 2. আকাশ 3. পানি 4. দেশ 5. মা
তো একটি ছেলে সব গুলো পারলো কিন্তু কলা দিয়ে লিখলো...
কলা- পাকা কলা খাইতে খাইতে যায় বেলা....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।