আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোট্র চাওয়া

রামকানাই পন্ডিত কবিতা লিখবে এই দুরাশা আমি কখনও করিনা আমি চাই, তুমি আমার কবিতার একজন মনযোগী শ্রোতা হও । বদলানো এই সময়টা হলো ডিজে, আরজের যুগ। গল্প, উপন্যাস অথবা কবিতায় নষ্ট করার মত সময় মানুষের আর নেই। তাই রবীন্দ্র, সুনীল অথবা রুদ্রের একনিষ্ঠ ভক্ত হবে এরকম আশা করা বৃথা আমি চাই শুধু বিছানায় অথবা টেবিলে কবিতার বইগুলো যদি অবিন্যস্ত ভাবে পড়ে থাকতে দেখ- যত্ন করে একটু গুছিয়ে রেখ বুক শেলফে । হিন্দি, ইংরেজী আর বিবর্তিত বাংলা গানের ছন্দে আবৃত্তির কন্ঠস্বর মানুষের মনে এখন আর দোলা দেয় না ।

দুঃখ নেই! তবুও হঠাৎ কখনও যদি সাউন্ড বক্সে ভেসে আসে আহকামুল্লার দরাজ কন্ঠ, শিমুল মোস্তাফা, জয়ন্ত চট্রোপাধ্যায় অথবা আসাদুজ্জামান নুর- নাইবা শুনলে, শুধু বন্ধ না করে, চুপচাপ দাড়িয়ে থেক আবৃত্তিটুকুর সমাপ্তি পর্যন্ত। গাদা গদা ইন্ডিয়ান সিরিয়াল , ইংরেজী সিনেমা,অথবা ফ্যাশন শোর মাঝে রাত ভোর হয়ে যাক, বিংশ শতাব্দিতে মানুষের সংস্কৃতির ব্যবধান মিলিয়ে গেছে । সেতু বন্ধনের নামে গোগ্রাসে গিলছে মানুষ অন্যের বিভৎস কালচার। অভযোগ নেই । শুধু মেঘহীন আকাশে যদি কোন একদিন পূর্ণিমার চাঁদ উঠে- যদি অবাক করা জোছনার আলো ছড়িয়ে থাকে চারপাশে! আকাশের দিকে চেয়ে ছাদের কর্ণারে হয়ত একাই দাড়িয়ে রইব আমি ।

অল্প কিছু সময়ের জন্য হলেও আমার পাশে একটু বসো তখন- কবিতা আবৃত্তি করতে হবে না রবীন্দ্র সঙ্গীতও গাইতে হবে না শুধু উৎসুক মুখে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করো একবার- “আজ এই জোছনার আড্ডায় এই নির্জনতার উৎসবে কবি! আমায় একটা কবিতা উপহার দেবে?” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.