গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। আমাকে মেঘ হয়ে অজানায় ভাসতে দাও
আমাকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরতে দাও।
আমি দূর নীলিমায় হারিয়ে গিয়ে
অচেনা লুকালয় থেকে
একমুঠো ভালোবাসা তুলে আনব তোমার জন্যে।
আমি বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে
সম্ভাবনার মরু-প্রান্তরে
শূণ্যতা ভরিয়ে দিব ভালোবাসার অংকুরোদগমে।
আমাকে ফুল হয়ে ফুটতে দাও
আমাকে পাখি হয়ে উড়তে দাও।
আমি ফুল হয়ে ফুটে পৃথিবীর বুকে
শুদ্ধতার সৌরভ ছড়াতে চাই।
আমি পাখি হয়ে উড়ে গিয়ে
নতুন জীবনের বারতা বিলাতে চাই।
আমি ফুল-পাখি হয়ে দূরন্ত ঝড়ের মুখে
সাহসের বাণী শুনাতে চাই।
আমি চাই, আরও অনেক কিছু চাই।
আমি সুর হয়ে সবার প্রাণে
সুখের আবেশ ছড়াতে চাই।
আমি গান হয়ে পৃথিবীর বুকে
চিরদিন বেঁচে থাকতে চাই।
আমি যাদুর কাঠি হয়ে
সবার মুনের কলুষতা মুছে দিতে চাই
হিংসার হানাহানি থেকে পৃথিবীকে মুক্তি দিতে চাই।
আমার চাওয়া আমার সাধ্যকে ছাড়িয়ে যায়।
তবুও আমি চাই, আরও বেশী করে চাই।
আমি ভালোবাসতে চাই, ভালোবাসা চাই।
পৃথিবীকে ভালোবাসার স্বর্গ বানাতে চাই।
মানুষের মনকে বিশ্বাসের মন্দির বানাতে চাই।
তাই আমি মেঘ হয়ে ভেসে গিয়েও
পাখি হয়ে উড়ে গিয়েও
আবার পৃথিবীতে ফিরে আসতে চাই।
সবশেষে আমি যা পাই
তার তুলনা নাই।
আমি ভাবুক হয়ে কবিতা ও গানে
মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে।
মানুষের পথচলায় সময়ের বাঁধা ঠিকানায়
সফলতার মশাল জ্বালাই প্রতি আঙিনায়।
আমি রাতের আকাশে চাঁদ হয়ে উঠি
আর ভোরের আকাশে আলো হয়ে ফুটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।