আমাদের কথা খুঁজে নিন

   

আমার আমিকে চিনে এসো বলি চিৎকারে



বাচাও স্বদেশ!!! ষড়যন্ত্র চারিদিকে...২০০৫ এ নকশা কাটে কারা???? এই দিনের....রাজপথে নৃশংস হত্যা বিভিষিকা... ত্রাস .নির্বাচন বানচাল.... ধ্বংসের পথে, অবেশেষে ১/১১ .....চলমান শাসন..পৃষ্ঠপোষক ওরা কারা!!!!!! ভীরু কাপুষের মতো লুকিয়ে দেয় শেয়ালের ডাক রাজনীতি ধ্বংসে .... দেশ থাকে কোথায়??? --এখন বিশ্বাস নেই ভাইয়ে ভাইয়ে নেতা নেত্রীতে.. জাতীয়তায়... আমরা পুংগব অসহায় - আজ অন্যের মূখাপেক্ষি!!! আমি আবার জাগতে চাই আবার আরেকবার..... .দ্রোহ লয়ে নির্ভীক বলি আমি সিরাজ আমি মোহনলাল আমি তিতুমির আমি শেখ মুজিব আমি জিয়া আমি আমি। আমি আমার আমিকে চিনে এসো বলি চিৎকারে আমি বাঙালী আমি বাংলাদেশী। স্বজাত্যবোধ আর স্বাতন্ত্র চেতনায় সমুজ্জ্বল.....আগামী দিনের প্রশাসক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।