"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" সম্প্রতি কয়েকজন ব্লগার এর সাথে আমার ভুল বুঝাবুঝির জের ধরে আমার সম্পর্কে প্রিয় ব্লগারদের একটা ধারনা দেওয়া প্রয়োজন বলে মনে করছি । তাই এই সাময়িক পোস্টের অবতারন ।
আমার পরিচয় যদি আমাকে তুলে ধরতে বলা হয় তবে হয় তবে আমি বলব সর্বপ্রথম আমি একজন মুসলিম তার পর আমি একজন একজন বাংলাদেশী ।
এই ব্লগটাকে আমি আমার পরিবার মনে করি । সেই সুত্রে সব ব্লগার আমার পরিবারের সদস্য।
আমি আওয়ামিলীগ বি এন পি বুঝিনা । মশিউর মামা যেমন আমার খুব প্রিয় তেমনি বেইমান আমিও আমার প্রিয় । জাতির নানাকে যেমন দেখি ঠিক সে রকম আমি চ্যায়ারম্যানও ।
রেজোওয়ানা আপু আমার কাছে যতটা শ্রদ্ধার ঠিক ততটা সুরঞ্জনা আপুও ।
শায়মাপু যতটা প্রিয় ততটা মাহমুদা সোনিয়াপু ।
ছুটিপু যেমন ঠিক সাবরিনা সিরাজি তিতির আপুও।
স্বাধীনতা বিরুধী শক্তি আর ইসলাম বিদ্ধাষী ছাড়া আন্য সবাই আমার কাছে আমার পরিবারের সদস্যের মতই।
অমি পিয়াল ভাইয়া যদি আমার হস্পিটালে কখনো আসেন তবে উনাকে আমি যতটা সম্মান করব ঠিক ততটা দাসত্ব শেকলকেও করব ।
আমি সাদা কে সাদা আর কালোকে কালোই বলব । বি এন পি এর কাছে ভাল হওয়ার জন্য তারেক জিয়ার দূর্নীতিকে যেমন মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় ঠিক তেমনি আওয়ামিলীগ এর কাছে ভাল হওয়ার জন্য বাংলাদেশ বিধংষী টিপাই মুখ বাঁধও মেনে নিতে পারবনা।
জাতির জনকের জন্ম দিনে খালেদা জিয়ার জন্ম দিন পালন আমার কাছে যতটা অপমানজনক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘঠনাক্রমে মুক্তি যুদ্ধা বলে কোন মুক্তিযুদ্ধার অবদান অস্বিকার করাকে মেনে নেওয়াও আমার পক্ষে ততটা অপমান জনক ।
যেহেতু আমি মুসলমান সেহেতু ইসলাম বিদ্ধেষীদের ইসলাম বিদ্ধেষ মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ।
আমি অশ্লিলকে অশ্লিল আর ভালকে ভালই বলব । কারো কাছে ভাল হওয়ার জন্য কোন কিছু পছন্দ না হলেও বা ভাল না লাগলেও বলতে পারবনা যে ভাল লেগেছে । আমি স্ট্রেইট বলে দিব সরি আমার ভাল লাগেনি ।
মুখে এক অন্তরে আরেক এরকম হওয়া আমার পক্ষে অসম্ভব । আমার অন্তরে যা থাকবে সেটা মুখেও প্রকাশ করব।
সর্বশেষ কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী সেটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। নাস্তিক বা অবিশ্বাসীদের সাথে আমার কোন বিরুধ নায় কিন্তু যারা নাস্তিকতাকে অবলম্ভন করে আল্লাহ আর তাঁর রাসুল সঃ কে অপমান করবে নোংরা মন্তব্য করবে আমি তাদেরকে এবং দেশদ্রহী রাজাকার যুদ্ধাঅপরাধী ( হোক সে আওয়ামিলীগ , বি এন পি বা জামাত ) তাদের সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করতে পারবনা ।
ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।