আমাদের কথা খুঁজে নিন

   

আমার আমিকে বলছি আমি...

প্রিয় মাধবীলতা... মিথ্যেবাদী তুমি মিথ্যে কথা বল সত্য লুকিয়ে টিকবে কদিন সত্য দেখবে আলো। যতই না কর অভিনয় তুমি কত কত নির্মান করবে নাটক শেষ দৌড়ে খেলায় হারবে একদিন হবেই তুমি আটক। সবার চোখকে ফাঁকি দিবে তবু বিবেকের চোখে তুমি অপরাধী মিথ্যে কথা বর্জন কর বন্ধু তুমি হয়ে উঠ সত্যবাদী। সবাই সেদিন ছেড়ে গেলেও তোমায় ছেড়ে যে যাব না আমি ভেতর-বাহিরেরে যুদ্ধ দেখে না কেউ আমার আমিকে যে শুধু আমিই ভালবাসি। দুপুর ১২ টা ৫ ১৪।০৩।২০১২ © ফয়সাল বিন হাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।