আমাদের কথা খুঁজে নিন

   

আমার আমিকে অভিবাদন


আমার ভাবনারা কার সাপেক্ষে নির্মিত হয়? আমার বেড়ে উঠার পারিপার্শিক অভিজ্ঞতা নাকি জন্মগত কোন বীজ বৃক্ষ যার বেড়ে উঠার সাথে সাথে আমার ভাবনার রাজ্য বিস্তৃত হয়। প্রাতিভাসিক দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমনতর? প্রত্যক্ষ নাকি পরোক্ষ? যদি প্রত্যক্ষ হয় তবে একলা বোধ করি কেন? যে সমাজে আমার বাস; যাদের বলয়ে আমার অস্তিত্ব পাকাপোক্ত হয় তাদের সাথে মনোজাগতিক এত দূরত্ব কেন? তাহলে আমি কি অসম্পূর্ণ? নাকি অসম্পূর্ণ এক ভূবনে পূর্ণতর কোন বোধ জন্ম নেবে আমারই ভিতরে। তারই আগাম প্রস্তুতি চলছে নানান দ্বন্দ্ব সংঘাতের মধ্যে। মানুষ কি চাইলে সংঘাত এড়াতে পারে। আর সংঘাত তো সৃষ্টিরই প্রথম ধাপ।

যেমন ভালবাসার জন্য বিচ্ছেদ জরুরী। পুরো পৃথিবী জুড়ে মানুষ যে উন্মত্তার মধ্যে মেতে আছে; আদৌ কি মানুষ জানে কি চায় সে? আমি নিজেই তো পরিষ্কার না। মানুষের চাওয়া তো সেই ফ্রেম যা প্রতিনিয়ত বেড়েউ চলে। এত সবের মধ্যেও আমি ফিরতে চেয়েছি মানুষের কাছে। বিশ্বাস করি আর কিছুই নয়।

মানুষই পারে মানুষের আশ্রয় হতে। কিন্তু পথ সে তো অজানা। অজ্ঞতাই নাকি মানুষকে সাহসী করে। সেই ভরসাতেই আছি। সংসার বিচ্ছিন্ন নয়, এর ভিতর থেকেই তুলে আনতে চাই এক মুঠো আলো যা প্রমিথিউসের বার্তাকেই বহন করবে।

১১ ই কার্ত্তিক, ১৪১৬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।