আমাদের কথা খুঁজে নিন

   

আমার আমিকে বলছি



স্বর্গ ও নরকের মাঝে এসে আজ আর আমি অসহিষ্ণু নই,
প্রেমের এই করুনা ধারায় আজ আর আমি পাপিষ্ঠ নই।
ভালবাসার অমৃত সুধারস তবে আপন করেছি আমি,
ভুলেছি তবে জগত খেলা, মেতেছি করুনায় জানি।

জীবনের এই পদ্দপাতায়, চাওয়া পাওয়ার অবুঝ খেলায়;
অযুত প্রাপ্তি-খুদ্র চাওয়া ; রসিক হলাম ভবলীলায় !!

হৃদয় তাই আজ বিমোহিত ; আনন্দ বায়ে পুলকিত,
রাশি রাশি স্বপ্ন আমার, নিঃশ্বাস আজ সুরভিত ।
কল্পলোকের পথিক আমি, মহাকালে ভর করি;
পেয়েছি তোমাই তোমারি ভিড়ে, তুমিই আমার প্রতিচ্ছবি ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।