আমাদের কথা খুঁজে নিন

   

জনস্বার্থে ব্লগার প্রতু উঃ এর হস্তশিল্পের মেয়াদ এক বছর বাড়ানো হইয়াছে (১৮+)

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

প্রতুর বিবাহ সংক্রান্ত ব্লগার কমিটির রিপোর্ট-২ কমিটি সাফল্যের কিনারা হইতে ফিরিয়া আসিয়াছে। প্রতুর বিবাহ এক প্রকার প্রস্তুতই ছিল। কিন্তু সংলাপ করিতে যাইয়া সমস্যা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতির বদল ঘটিল। পাত্রী পাওয়া যাইতেছিল। কমিটির সদস্যরা কোনো রূপ টেস্টের মধ্যে না যাইয়া পাত্রীকে প্রতুর কাছে হস্তান্তরও করিয়াছিল।

এই শুভ ঘটনাটি ঘটিয়াছে ৫ দিন আগে। প্রতু নিজের টেস্ট নিজেই করুক-এরকমই ছিল কমিটির বাসনা। ধরিয়া নিলাম পাত্রীর নাম নার্গিস। পাত্রীর সঙ্গে পরিচয় ঘটাইয়া দেওয়ার পর কমিটি ভাবিল প্রতু নিয়মিত হালনাগাদ অগ্রসর হওয়ার তথ্য জানাইবে। কিন্তু বলিলে বিশ্বাস করিবেন না যে নার্গিসকে লইয়া সেই যে প্রতু উধাও হইলো আর পাত্তা পাওয়া যাইতেছিল না।

ব্লগাররা নিশ্চই খেয়াল করিয়োছেন যে গত পাঁচ দিন প্রতু ব্লগে নিয়মিত ছিল না। তাহার অফিসে খোজ নিলেও জানিবেন যে সে নিয়মিত অফিসও করে নাই। ফোন করিলে ফোন ধরে না, একবার ভুলে ধরিয়াছিল কিন্তু তখন প্রতুর নিশ্বাসে খানিকটা ত্রুটি ছিল বলিয়া কমিটির মনে হইয়াছে। তবে গতকাল মঙ্গলবার হঠাৎ করিয়া দেখি প্রতু কমিটির এই সদস্যের অফিসে আসিয়া হাজির। মুখখানি অন্ধকার, নার্গিসময় নয়।

অনেক পীড়াপিড়ি করিয়া শেষ পর্যন্ত উদ্ধার হইলো আসল ঘটনা। নার্গিসকে প্রতুর বড়ই নাকি পছন্দ হইয়াছিল। প্রতুর একখান ফ্ল্যাট এই ঢাকা শহরে আছে। ফলে দেখা সাক্ষাতের সমস্যা নাই। পাত্রী আবার প্রতুর নিজ পাড়ারই বাসিন্দা।

ফলে যাতায়তেও সমস্যা নাই। চারদিন ধরিয়া তাহারা ফ্ল্যাটেই নাকি বাকবাকুম করিয়াছে। তবে শেষ পর্যন্ত প্রতু আবেগ নাকি ধরিয়া রাখিতে পারে নাই। জীবনে নার্গিস আসিতেছে এই ভাবনায় পুলকিত হইয়া শেষ পর্যন্ত প্রতু নার্গিসকে একখানি চুম্বনও করিয়া দিল। তারপরে আবেগে গদ গদ হইয়া প্রতু জানতে চাহিল-কেমন লাগিল।

নার্গিস বলিল-আগে যে দুই পাড়ায় ভাড়া থাকিতাম তাহা বাদ দিলে এই পাড়ার মধ্যে তোমার চুম্বনই সর্বাপেক্ষা উত্তম। উত্তর শুনিয়া প্রতু এক দৌড়ে আমার কাছে আসিয়া হাজির। বুঝিলাম যে আসলেই টেস্ট করা ছাড়া কোনো পাত্রীকেই আর প্রতুর কাছে হাজির করা যাইবে না। আমরা আবার পাত্রী খুজিতেছি। আর প্রতুর বিষয়ে আপাতত একটি সিদ্ধান্ত হইয়াছে।

কমিটির সিদ্ধান্ত: জনস্বার্থে সোনাপ্রধান প্রতু উঃ এর হস্তশিল্পের মেয়াদ এক বছর বাড়ানো হইলো। (সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কোনো বানান ভুল হই নাই। আর জনস্বার্থের এই সিদ্ধান্ত লইয়া কোনো রকম রাজনীতিকরণ বা সামরিকীকরণ করা যাইবে না। } আজ আমি প্রতুকে একখানি এসএমএস উপদেশ পাঠাইয়াছি- ইউর ওয়াইফ ইজ ইউর রাইট হ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়াইফ ইউর রাইটহ্যান্ড ইজ ইউর ওয়াইফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.