১৯০০সাল থেকে পরর্বতী সময়কে উপজীব্য করে লেখা উপন্যাস হলো"মধ্যাহ্ণ"।যাতে তৎকালীন মানুষের বিশ্বাস,মূল্যবোধ,কুসংস্বকার ইত্যাদি তুলে ধরা হয়েছে।খুব অল্প করে ইতিহাস;যা না হলেই নয়,নতুন প্রজন্মের জন্য বর্ণনা করেছেন।তুলে ধরেছেনআমাদের জাতিসত্তার বিকাশের মহানায়কদের কর্মের,চিন্তার তৃণমূল পর্যায়ে প্রভাব।দেখিয়েছেন ইতিহাসের প্যারালাল গতিধারা।
নিছক হাস্যরস আর রহস্যাত্নক বিষয়ের লেখক হুমায়ন আহমদ যে খুব চমৎকার বিষয় নিয়ে অতি সহজে গল্প বলতে পারেন,তা এই বইতে দেখা গেল।পাঠক হৃদয়ে ঘোর সৃস্টিকারী চরিত্র হিমু ওমিসির আলীও আছেন এই বইতে তবে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে।আর তাই হুমায়নের বই পড়ার যে মজা তা থেকে মুক্ত হতে পারবেন না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।