“আল্লাহ্র বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাঁকে ভয় করে। ”
সূরা ফাতির-২৮
এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট বুঝা যায় যে, যারা আল্লাহ্-কে ভয় করে না তারা জ্ঞানী নয়। আর আল্লাহ্-কে ভয় করার প্রকাশ হল আল্লাহ্র আদেশ নিষেধ মেনে চলা, সময়মত নামাজ পড়া, নেক আমল করা, নবী (সঃ) এর অনুসরণ করা। যারা নবী (সঃ) অনুসরণ করল না, যারা নামাজ কায়েম, রোজা রাখা, হজ্জ পালন, যাকাত প্রদান করল না তারা জানে না আল্লাহ্ এর শাস্তি কীভাবে দিবেন। যদি জানত তাহলে অবশ্যই তা পালন করত।
“হে ঈমাণদারগণ! (তোমরা) আল্লাহকে ভয় করো যেমন তাঁকে ভয় করা উচিত। ”
সুরা আলে-ইমরান-১০২
“তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় কর”
সুরা তাগাবুন-১৬৬
“হে ঈমাণদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। ”
সুরা আহযাব-৭০
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে মুক্তির পথ বের করে দেন এবং যে স্থান সম্পর্কে সে ধারণা করেনি, সেখান থেকে তিনি তাকে জীবিকা প্রদান করেন। ”
সুরা তালাক-২ ও ৩
“আর সেই আল্লাহর ওপর নির্ভর করো, যিনি চিরঞ্জিব ও অমর। ”
সুরা ফুরকান-৫৮
“আল্লাহর ওপরই তো মুমিনদের ভরসা করা উচিত।
”
সুরা ইব্রাহীম-২১
“যে ব্যক্তি আল্লাহ্র ওপর ভরসা করে, তিনিই তার জন্যে যথেষ্ট। ”
সুরা তালাক্ব-৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।