ক লোক কোরবানীর জন্য ছাগল কিনতে গেল এবং ইংরেজীতে কথা বলতে পারে এমন খুঁজিতেছে। অনেক খোজাখুজি করেও পেলোনা। অবশেষে এক চালাক ছাগল বিক্রেতা ছাগল ক্রেতাকে বলল,ভাই-আমার কাছে ইংরেজীতে কথা বলতে পারে এমন একটা ছাগল আছে।
ক্রেতাঃ ঠিক আছে, আমাকে আগে ইংরেজীতে কথা বলিয়ে দেখান।
ছাগল বিক্রেতাঃ ছাগলের পিঠে একটা থাপ্পর দিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো – “এই ছাগল, বল দেখি–ইংরেজী এপ্রিল মাসের পরে কী মাস?”
ছাগলঃ মে……
ছাগল বিক্রেতা আবার ছাগলের ফিঠে একটা থাপ্পর দিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো- “এই ছাগল, বল দেখি–ইংরেজী জুন মাসের আগে কী মাস?”
ছাগল:-মে……!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।