আমাদের কথা খুঁজে নিন

   

চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ বহাল রেখে, নাকি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত সংসদ নেবে। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন কি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে, নাকি সংসদ ভেঙে যাওয়ার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে চায়—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এত আগে তো কিছু বলা যাবে না। যে অবস্থাতেই নির্বাচন হোক, সবার জন্য সমান সুযোগ থাকলে কোনো সমস্যা নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের রীতিনীতি দেখে কমিশন প্রার্থীদের আচরণবিধি তৈরি করবে।

’ সংসদ বহাল রেখে নির্বাচন করা দুরূহ—নির্বাচন কমিশনার আবু হাফিজের এই মন্তব্য সম্পর্কে সিইসি বলেন, সবারই ব্যক্তিগত কিছু মতামত থাকে। কমিশনের সভায় কোনো সিদ্ধান্ত হলে সেটা কমিশনের মত হিসেবে বিবেচিত হবে। রোববার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কমিশনারদের পদত্যাগ দাবি করে যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে সিইসি কাজী রকিব উদ্দীন বলেন, ‘এটা তাঁদের ব্যক্তিগত মত। এ নিয়ে কমিশন কোনো চাপ বোধ করছে না। আমরা কাজ দিয়ে প্রমাণ করব, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব।

ইতিমধ্যে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। কোনো নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠেনি। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.