আমাদের কথা খুঁজে নিন

   

চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পেলে আপিল হবে

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সীমান্তে ফেলানী হত্যা মামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আদালত যে রায় দিয়েছেন, সে সম্পর্কে তাঁদের কাছে জানতে চেয়েছি। আদালতের চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পাওয়া গেলে ফেলানী হত্যার ব্যাপারে বাংলাদেশ অবশ্যই আপিল করবে। ’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয়  বিএসএফ ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল।

এই রায়ের পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ফেলানীর পরিবার রায় মানে না বলে জানিয়েছে।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কর আইনের লঙ্ঘন যে-ই করুক না কেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সরকার আইনসংগতভাবেই তা করছে। কোনোভাবেই আইনের লঙ্ঘন করছে না।

কাজেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখি না। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.