আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্ক আর্কিটেকচার (Cont'd)



প্রতিটি নেটওয়ার্ক অবকাঠামোর রয়েছে একটি স্থাপত্য নকশা যা পরিকল্পনার মাধ্যমে বা আকস্মিক ভাবে তৈরি হতে পারে। একটি নেটওয়ার্ক অবকাঠামো কতগুলো বিষয়ের সাথে সম্পর্কিত, তা হল - নেটওয়ার্কের ভৌত বা ফিজিক্যাল কনফিগারেশন, লজিক্যাল কনফিগারেশন, কার্য পদ্ধতি, ডেটা ফরম্যাটস্, প্রোটকল এবং আরো সংশ্লিষ্ট কিছু বিষয়। সরলীকরণ এবং শ্রেণীবিভাগের জন্য নেটওয়ার্ক অবকাঠামোকে সাধারনত দুটি ভাগে ভাগ করা হয়; LANs এবং WANs। LANs বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত আকারে ছোট ভৌগলিক পরিসীমার মধ্যে সংযুক্ত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে হতে পারে। বাসা-বাড়িতে ব্যবহৃত ও বেশীরভাগ অফিস নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবে শ্রেণীকরন করা হয়।

WANs বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সমূহ আরও ব্যাপকভাবে বিস্তৃত এবং ভৌগলিকভাবে আলাদা এলাকার মধ্যে লিজ্ড লাইন, রেডিও ওয়েভ, স্যাটেলাইট রিলে, মাইক্রোওয়েভ অথবা ডায়াল-আপ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে হতে পারে। ওয়্যারলেস নেটওয়ার্ক টেকনোলোজী, অপটিক্যাল ফাইবার টেকনোলোজী ও সেলুলার টেকনোলোজীর আবিষ্কারের ফলে LAN ও WAN এর মধ্যকার পার্থক্য খুব একটা চোখে পরে না বা তাদের একক সত্ত্বাকে কখনও কখনও অস্পষ্ট মনে হয়। উদাহরণ হিসাবে অধিকাংশ কর্পোরেট প্রতিষ্ঠানের কথা বলা যেতে পারে যাদের অনেক গুলো শাখা অফিস থাকে আর এক একটি শাখা অফিসে একাধিক LAN ব্যবহার করে এবং সবগুলো শাখা অফিসের নেটওয়ার্ক একটি WAN - এর মাধ্যমে পরষ্পরের সাথে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের বিবিধ ক্রমবৃদ্ধি, পরিবর্ধন ও পরিমার্জনের কারণে সুনিদৃষ্ট কোন নেটওয়ার্ককে বুঝানোর জন্য বা সংজ্ঞায়িত করার জন্য এখন আলাদা কতগুলো শব্দ ব্যবহার করা হয়। যেমন; • CAN (Campus Area Network): ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্ষেত্র বিশেষে ক্যাম্পাস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা কোন অফিস বা বিশ্ববিদ্যালয়ের কিছু বা সবকটি ভবনকে সংযুক্ত করে।

• Intranet: একধরনের প্রাইভেট নেটওয়ার্ক যেখানে একমাত্র অথরাইজ্ড ব্যবহারকারীরা একসেস পাবেন। এখন অনেক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহার করেন। • Internet: The global network, শত শত মিলিয়ন সিস্টেম ও ব্যবহারকারীকে একসাথে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। • MAN (Matropolitan area network):একটি সুনিদৃষ্ট ভৌগলিক স্হানের জন্য স্হাপনকৃত নেটওয়ার্ক। • SAN (Storage area network): ষ্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হল উচ্চতর গতি সম্পন্ন নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন রকমের টেপ ডিভাইস, RAID এ্যারে, অপটিক্যাল ডিস্ক ডিভাইস, ফাইল সার্ভার তথা তথ্য সংরক্ষণকারী যন্ত্র।

• VLAN (Virtual local area network): ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক এক ধরনের লজিক্যাল নেটওয়ার্ক প্লাটফরম্ এর সুবিধা দেয় যাতে বিভিন্ন ফিজিক্যাল কনফিগারেশন সম্পন্ন নেটওয়ার্ক পরষ্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এবং মনে হয় তারা একই ফিজিক্যাল নেটওয়ার্কে সংযুক্ত। • Client - Server: নেটওয়ার্কে এক প্রকার অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিস্টেম যা এর সাথে সংযুক্ত ওয়ার্কষ্টেশন কে প্রয়োজনীয় উপাত্ত সরবরাহ করে। • Peer - to - peer: এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যেখানে প্রতিটি সিস্টেম কে সমান মনে করা হয়। যেমন হোম নেটওয়ার্ক সিস্টেম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।