আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্রের শত্রুরা শক্তিশালী হবে: আসাদ

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দুই বছর ধরে গৃহযুদ্ধপীড়িত সিরিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্রের শত্রুরা শক্তিশালী হবে। আজ সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। আসাদ সিবিএসকে বলেন, সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ন হবে। তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) প্রথমে প্রশ্ন করা উচিত, যুদ্ধ তাদের কী দেয়? ...কিছুই না। কোনো রাজনৈতিক ফায়দা নয়, অর্থনৈতিক সুবিধা নয়, সুখ্যাতিও নয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা সর্বকালের মধ্যে সবচেয়ে কম। তাই এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে। ’ সিরিয়ায় হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে হতাশা প্রকাশ করেন সিরীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই ওবামাও দুর্বল গোয়েন্দা তত্পরতা ও ভুল পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছেন। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তার সঠিক প্রমাণ দেওয়ার তাগিদ দেন আসাদ।

একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, সিরিয়ায় যেকোনো হামলার ফলে সে দেশের সীমান্তে আল-কায়েদার কার্যক্রম আরও বিস্তৃত হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.