দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
নন্দন কাননে দুপুর থেকে শূন্যতায় ভরে
ওঠে আমার সময়
আর তিন'তলার ফ্লাটে মৌনতা স্পর্শ করে
নিজস্ব শোবার ঘরে।
বুকের ভিতর পাথর আছড়ে পড়ে জমাট বেদনা নীল
পোশাকে ঢেকে রাখি নিঃসঙ্গতায়।
দুটো অজগর সোনালী পিতলের
ওদের সাথে মৌনতায় চুপি চুপি কথা বলি
সিঁদুর রাঙা চোখে
আমি জড় জীবের কাছে নতজানু হয়ে প্রার্থনা করি।
কেউ না জানে যেন কোনদিন কতটা সুখে বরমাল্য
নিয়ে আমি একক জীবন যাপন করি!
আমি পাহাড় কেটে পাথরে ফোটাতে পারি
ফুল পারিজাত।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।