আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনে ছুড়ে মারা পাথরে নারী প্রকৌশলী নিহত.......



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। প্রীতি তাঁর স্বামীসহ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তূর্ণা নিশিথা ট্রেনে এই ঘটনা ঘটে। বাইরের সভ্য দেশে রেলগাড়িগুলাতে নিরাপত্তার কারণে জানালা আটকানো থাকে আর ভেতরে সার্বক্ষণিক এসি থাকে। আর আমাদের দেশে যেখানে বিভিন্ন জায়গায় অসভ্যরা থাকে, যারা চলন্ত রেল গাড়িতে ঘুমন্ত মানুষকে লক্ষ্য করে পাথর ছুড়ে আনন্দ করে, সে দেশে মনে হয় জানালা খোলা রাখাটাও অপরাধের পর্যায়ে পড়ে।

এদের কারনে চলন্ত ট্রেনেও জীবনের কোন নিরাপত্তা নেই। গত বছর একই কাহিনীতে এক ট্রেনের চালক জ্ঞান হারিয়েছেন। এর একটা সমাধান প্রয়োজন। খুবই দু:খজনক ঘটনা । বাংলাদেশ সরকারের উচিত রেল লাইনের পাশের সব বস্তি উচ্ছেদ করা, তাহলে হয়তো এধরনের মর্মান্তিক ঘটনা ঘটবে না ।

এটা কোন এক্সিডেন্ট নয়, ঠান্ডা মাথার হত্যাকান্ড। হত্যাকারী রেলে পাথর ছুড়েছে জেনে বুঝে, পরবর্তী ফলাফল জেনে। যে লোকেশনে এই কাজটি হয়েছে সেখানে দ্রুত তল্লাশী চালিয়ে মূল হত্যাকারীকে ধরা হোক। ছোড়া পাথরের আঙুলের ছাপ নিয়ে সমস্ত এলাকা তল্লাশী করা হোক। এদের যথাযথ শাস্তি না হলে এমন চলতেই থাকবে।

মধ্যযুগীয় বর্বরতার সংজ্ঞা জানতে ইচ্ছা করছে। একজনের পৈশাচিক আনন্দ অন্যের মৃত্যুর কারন। এরা রাত জেগে ওৎ পেতে অন্ধকারে বসে থাকে ট্রেনের যাত্রীদের ঢিল মারার জন্য ! ঢিল মেরে মানুষ হত্যা করে এরা মহা সুখে ঘুম যায় ! বুঝুন তাহলে এরা কোন জাতের সন্ত্রাসী ! এ দেশে নতুন করে 'বর্বরতার যুগ' আমরা এর থেকে মুক্তি চাই। আশা-নিরাশার কুয়াশাচ্ছন্ন ঘোরের মধ্যে এই বিভৎস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের অনুতি বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য দাবী করছি। সভ্য দেশ জাতি বা সমাজ সম্বন্ধে কোন পরিস্কার ধারনায় পৌছানো একেবারেই সম্ভব নয়।

সভ্য জাতি বা সমাজ সম্বন্ধে আমার ধারনা 'নিজের প্রহরী নিজেকেই হওয়া' সভ্য দেশ জাতি বা সমাজ আমি তাকেই বলি যেখানে প্রতিটি নাগরিকের চিন্তা - চেতনার মধ্যে অটুটভাবে গাঁথা থাকবে সেই অমুল্য বোধটি। প্রতিটি নাগরিকের যদি এইটুকু সামাজিক দায়িত্ববোধ না সৃষ্টি হয় নিজের বিবেকের মধ্যে তাহলে হাজার পুলিশ পাহারা মোতায়েন করেও মানুষের চরিত্র শুধরানো যাবে না। অনেক কিছু শেখার আছে আমাদের। নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কাজ থেকে সবাই সতর্ক ও দূরে থাকুন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.