যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। জাফলং নিয়ে উচ্ছাস শুনেছি বহু মানুষের মুখে। প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এর নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। ১৭ ই মার্চ আমরা বন্ধুরা মিলে গাড়ী নিয়ে সোজা ছুটলাম জাফলং এর দিকে।
দীর্ঘ ড্রাইভ শেষে যখন পৌছলাম, তখন মনটা খারাপ হয়ে গেল এর প্রতি নিদারূন অযত্ন দেখে। স্বচ্ছ পানিতে ভাসছে কোকের বোতল আর চিপসের প্যাকেট। হাজার হাজার মানুষ উৎসব করতে করতে ক্রমান্বয়ে ধংস করছে জাফলং কে। জাফলং এর সৌন্দর্যের বদলে আমার ছবি তোলার বিষয় হয়ে উঠল পাথর ভাঙ্গা মানুষ আর তাদের কর্ম জীবন। আপনাদের আমন্ত্রণ এই ছবি গল্পে।
শুভেচ্ছা সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।