আমাদের কথা খুঁজে নিন

   

এসিড নিক্ষেপের মামলায় এএসপি কারাগারে

বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুর রহমানের আদালত এএসপি আনোয়ার হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আনোয়ার যশোর হাইওয়ে পুলিশে কর্মরত। তার বিরুদ্ধে গত ২৮ এপ্রিল মামলাটি করেন স্ত্রী কেয়া আক্তার। কেয়া বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার ব্যাংক কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে।
কেয়ার আইনজীবী সুফিয়া আক্তার জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ এপ্রিল স্ত্রী কেয়ার গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এরপরই মামলা করেন কেয়া।
এ মামলায় উচ্চাদালত থেকে জামিন নিয়েছিলেন এএসপি আনোয়ার। 
মেয়াদ শেষে বুধবার আদালতে হাজির হয়ে আবারো জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.