আমাদের কথা খুঁজে নিন

   

নারী কি খাদ্য দ্রব্য.??

সুন্দরের কাছেই সব দায় ভার

তখনও হয়তো আমি কলেজ শেষ করিনি। তবে শেষ মুহুর্তে;ফলাফলের অপেক্ষায়। ভর্তি কোচিং আর একজন ক্ষুদে সাংস্কৃতি কর্মি হিসেবে ব্যাস্ত সময় কাটছিল। আগে নিয়মিত সাহিত্য আড্ডায় গেলেও কলেজ জীবনে তা আর পারিনি । কারন কলেজে পড়াবস্থায় পারিবারিক জীবন যাপন করতে হয়েছিল।

ভর্তি পরিক্ষার জন্য লেখা পড়ার চাপ থাকলেও মাঝে মাঝে নিজের জন্য কিছু সময় বের করে নিতাম। তখন ইনটারনাশনাল আর্ট এক্সিভিশন চলছিলো ঢাকার বিভিন্ন গ্যালারীতে। আমি উসমানী মিলনায়তনে গেলাম এক্সিভিশন দেখতে। আরবের বিভিন্ন চিত্র কর্ম দেখতে দেখতে চোখে পড়লো রাশিয়ান শিল্পদের বিভিন্ন্ বিখ্যাত পেইন্টিংয়ের দিকে। দেয়ালে ঝুলানো বিশাল আকৃতির দুটি ছবির একটি ছিল ইসলামের হিজাব বিদ্ধেষী যেটাতে আমার খুব একটা আগ্রহ ছিলো না এবং অপরটি ছিলো মেনু নামের একটি চিত্র কর্ম , যেখানে নারীকে অন্যসব খাবারের সাথে একই ডিশে দেখানো হয়েছে খাবার হিসেবে।

অন্যান্ন খাবারের মধ্যে ছিলো মাছ, ফল, (নগ্ন নারীদেহ), নারীর চোখ, নারীর কান, এবং নারীর বিশেষ অংগ। সম্ভবত ছবিটি এঁকেছেন পলিয়াকভ ভাসিলি। যিনি অন্য সব খাদ্যদ্রব্যের সাথে নারীকে দেখিয়েছেন মানুষের ভক্ষন যোগ্য বস্তু যা মনুষ কেবলই খায়। এখন এতদিন পরেও প্রশ্ন জাগে আসলে আমাদের নারীরা কি কেবল মাত্র ভক্ষন যোগ্য সামাজিক জীব??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.