পড়ালেখার পাশাপাশি আমি একটি পার্টটাইম জব করছি। মাসের শেষে কিছু নির্ধারিত মাইনে পাই বলেই আমার জীবনটা মোটামুটি সুখে-স্বাচ্ছন্দ্যে কাটছে। আমার কোন অভাব নেই-দেখে বন্ধুদের অনেকেই প্রায় সময় আমার কাছে এসে বলে, দোস্ত তোমার মতো আমাকে একটি পার্ট টাইম জব ঠিক করে দে-না। আমি আশ্বস্ত করে বলি, চেষ্টা করে দেখবো ।
কথা রাখার চেষ্টাও করি, কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের সাথে এ ব্যাপারে কথাও বলি।
কিন্তু ফলাফলটা এ রকম-আমাদের তরুণ শিক্ষার্থীরা চায় ভালো একটি চাকরি, আর প্রতিষ্ঠানের কর্তারা চায় ভালো দক্ষ কর্মী। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল কোন জ্ঞান নেই, কাজের দক্ষতা নেই। সুতরা তরুণদের চাওয়া আর প্রতিষ্ঠানের কর্তাদের চাওয়ার মধ্যে সমন্বয় ঘটে না।
বন্ধুদের তা-ই যখন জানাই তারা বলে, অভিজ্ঞতা অর্জনের জন্য কোথায় যাবো ? আমি বলি এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। কারণ, কোন প্রতিষ্ঠানেই অদক্ষ কর্মী নিতে চায় না।
আমাদের কী উপায় হবে বলুন তো ? অথবা কী করতে হবে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।