আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com
জিনের গপ্পো-১ (সত্যি ঘটনা)
Click This Link
আগ্রার দুর্গের সামনে থেকে আমি জীবনে প্রথম জিনের উপর বসে আধঘন্টা ঘুরেছিলাম। এর পর আর একবার ঘুরলাম গাজীপুর ন্যাশনাল উদ্যানে, তারপর কক্সবাজার সমুদ্র সৈকতে। জিনের উপর বসে এদিক সেদিক ঘুরতে ভালোই লাগে, প্রথম প্রথম একটু ভয় ভয় লাগে তারপর আর লাগে না।
কবে কোথায় এই জিন ব্যবহার শুরু হয়েছিলো তা আমার জানা নেই। তবে বহুকাল পূর্ব থেকেই জিন ব্যবহার শুরু হয়েছিলো।
পৃথিবীর সব রাজা বাদশাগনই যুদ্ধক্ষেত্রে জিন ব্যবহার করতেন। দ্রুততম যাতায়াতের জন্য জিন একটি অপরিহার্য উপাদান ছিলো যতদিন রেলগাড়ী বা মোটরগাড়ী আবিস্কার হয়নি। আধুনিক প্রযুক্তি মানব জাতিকে সহজলভ্য দ্রুততম বাহন উপহার দিয়ে চলেছে প্রতিনিয়ত, তা সত্যেও সমগ্র পৃথিবীতে জিন ব্যবহার বিলুপ্ত হয়ে যায়নি বরং গুরুত্বের সাথেই জিন ব্যবহার করা হচ্ছে।
পৃথিবীতে জিন ব্যবহার অব্যাহত থাকুক এই কামনাই করি।
ব্লগার বন্ধুগন, এটা কিন্তু আগুনের তৈরি জ্বিন নয় এটা হলো ঘোড়ার পিঠে বসার জন্য আরামদায়ক এক প্রকার গদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।